ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারে সাজেল’র উপহার
- Updated Dec 30 2023
- / 431 Read
নিজস্ব প্রতিনিধি:
এক পাশে সোয়েটার, অন্য পাশে ছোট ছোট ছেলেমেয়েরা। মুখে আনন্দ হাসি রেখে তারা অপেক্ষা করছে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে। কারণ একটাই, শীত বিকেলে সোয়েটার হাতে বাড়ি যাবে তারা। গতকাল বছরের ঠিক শেষ সময়ে শুক্রবার পাঠাগার প্রাঙ্গণ এককথায় উঠতি বয়সের মেয়েছেলের উপস্থিত ছিল পরিপূর্ণ। সপ্তাহের অন্যদিনগুলোতে এসব ছেলেমেয়ে বই-ম্যাগাজিন পড়তে আসলেও, আজ এসেছে তারা সোয়েটার নিতে।
পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেলের পৃষ্ঠপোষকতায় পাঠাগার প্রাঙ্গণে সোয়েটারগুলো বিতরণে সহযোগিতা করেন ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের সদস্যরা। সোয়েটার পান পরশুরাম উপজেলার বাউরখুমা, বিলোনিয়া ও তালুক এলাকার দশ, বারো, পনেরো বছর বয়সী পঞ্চাশজন শীতার্ত মেয়ে ও ছেলেরা। এ সময় অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য রকিবুল হাসান চৌধুরী রাসেল। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আলমগীর মাসুদ।
আলোচনা শেষে এই সমাজকর্মকে বাড়তি রঙ দিতে ও আগত ছেলেমেয়েদের সংস্কৃতিচর্চায় মনোযোগ বাড়াতে কবিতা পাঠের আয়োজন হয়। পাঠাগারের সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র দাসের সঞ্চালনায় ‘হারানো দিনের স্টেনগান, আমার বিদ্যালয় ও নিজের আঁধারে বন্দী’ শিরোনামে তিনটি কবিতা পাঠ করেন, আব্দুল কালাম, বিজয় ভৌমিক ও সজল মহাজন।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফেনী-১ আসনের এমপি প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের আজকের গণসংযোগ ও পথসভায় তিনি ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারে এসে পাঠাগারের সকল সদস্যের সাথে সাক্ষাৎ করে যান।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত