জাতীয় সংসদ নির্বাচন ফেনী-১ ও ২ আসন নির্ভার নৌকার দুই মাঝি
- Updated Dec 27 2023
- / 440 Read
জুবাইর আল মুজাহিদ:
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি আসনের মধ্যে ফেনী-১ ও ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে নৌকা ছাড়া অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোটের মাঠে সক্রিয় ভাবে কোনো প্রচার প্রচারণায় দেখা মিলছেনা। নির্বাচন আসন্ন হলেও সাধারণ ভোটাররা জানতে পারছেনা তাদের এলাকায় কারা কোন দল থেকে প্রার্থী হয়েছেন। কিছু কিছু রাস্তায় নৌকা ছাড়া বাকী প্রার্থীদের দুই-একটি পোস্টার ঝুলানো থাকলেও নির্বাচনী মাঠে তাদের উল্লেখযোগ্য কর্মকান্ড নেই। আবার কয়েকজন প্রার্থী লোক দেখানো নির্বাচনী প্রচারণা করে উধাও হচ্ছেন। এমতাবস্থায় আসন দু’টিতে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর সাথে শক্ত কোন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বি দেখছেন না ভোটাররা। নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও নিজাম উদ্দিন হাজারীর সাথে শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায় অনেকটাই নির্ভার অবস্থায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা। এদিকে আসন দুটিতে অন্যান্য প্রার্থীদের মধ্যে যারা লড়ছেন তারা রাজনীতির মাঠে যেমন নতুন; তেমনি তাদের জনসম্পৃক্ততাও নেই বললেই চলে।
জানা যায়, ফেনীর ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। তন্মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৯৪০ জন পুরুষ ও ১ লাখ ৭৪ হাজার ৩৭৪ জন নারী ভোটার রয়েছেন। আসনটিতে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন প্রার্থী। এখানে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রতীক পাওয়ার পর থেকে জনগনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আসনটিতে নির্বাচনী উত্তাপ কম। নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া বাকী প্রার্থীদের সাথে পরিচয় নেই ভোটারদের। ভোটাররাও চেনেন না অনেক প্রার্থীকে।
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের এক ভোটার জানায়, স্বাধীনতার পর থেকে এই আসনটিতে আওয়ামীলীগের কোন প্রার্থী বিজয়ী হতে পারে নি। আসনটি থেকে ৫ বার বিজয়ী হয়ে সরকার দল ও প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করেছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে এবার বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভোটের মাঠে একক আধিপত্য বিস্তার করছে। তবে এই অঞ্চলে উন্নয়ন কাজে অংশিদার থাকায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের কিছুটা জনপ্রিয়তা আছে। ইতোপূর্বে তিনি এমপি না হয়েও এলাকার উন্নয়নে কাজ করেছেন। এমপি হলে আরো বেশি উন্নয়ন তিনি করতে পারবেন। এজন্য সাধারণ ভোটাররা তাকে ভোট দেবে।
এদিকে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ফেনী পৌরসভা নিয়ে ফেনী-২ আসন গঠিত। এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। তন্মধ্যে ২ লাখ ১২ হাজার ৮৫০ জন পুরুষ ও ১ লাখ ৯৭ হাজার ৮৭০ জন নারী ভোটার রয়েছেন। আসনটিতে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৮ জন প্রার্থী। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি ব্যতিত অন্য প্রার্থীদের নির্বাচনী মাঠে তেমন দেখা যাচ্ছেনা। আবার প্রার্থীদের মাঝে বেশিরভাগই ভোটারদের সাথে তুলনামূলক অপরিচিত এবং তারা অনেকেই জীবনে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত ভোটারদের মাঝে তাদের পরিচিতি ঘটেনি।
ধলিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক নামের এক ভোটার বলেন, চারপাশে শুধু নিজাম হাজারী এমপির পোস্টার দেখছি। আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইছে দেখলাম। নৌকা ছাড়া অন্য কারও পোস্টার, ব্যানার বা অন্যকিছুই তো চোখে পড়ছেনা। তিনি ছাড়া আমাদের এ আসনে অন্য কোন প্রার্থী আছে কিনা জানিনা। কেউ ভোট চাইতেও আসেনি। রাস্তাঘাটেও তেমন কাউকে দেখিনি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত