২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট’র ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
  • Updated Dec 27 2023
  • / 430 Read


স্টাফ রিপোর্টার;
ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট'র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৯-২০ ব্যাচ এর ৮ম পর্বের শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (২৬ ডিসেম্বর) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে মিলনায়তনে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট'র অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার উন্নত করতে হলে তাকে পরিশ্রম করতে হবে। 


ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট'র অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জাফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শিক্ষার্থীরা সময়কে যত গুরুত্ব দেবে তত এগিয়ে যাবে। এর পাশাপাশি একজন উদ্যোক্তা হতে হবে এবং হাজারো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেক্ষেত্রে দেশ উন্নত হবে। তাই
 সময় ও দক্ষব্যক্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষের সহধর্মিণী নাসরিন আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি নিজেকে স্মার্ট গড়ে তুলতে হলে আপন গতিতে উঠতে হবে। তবে একজন সমৃদ্ধ মানুষ হতে হব। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট'র ননটেক বিভাগের প্রধান চীফ ইন্সট্রাক্টর দেবব্রত কুমার নাথ।
ননটেক বিভাগের ইন্সট্রাক্টর স্বপন কুমার’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা  বক্তব্য রাখেন, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট'র সিএসটি ও ডিটিএনটির বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন, টিসিটি বিভাগের ২য়  সিফটের প্রধান মুকিত মাহমুদ, টিসিটি বিভাগের ১ম সিফটের প্রধান আফরোজা জয়নব, শিক্ষক সমিতির সভাপতি দুলাল হোসেন, রেজিস্ট্রার জাফর ইকবাল ছাড়াও বিদায় শিক্ষার্থীদের মধ্যে সিএসটি বিভাগের নাজাতুল রাফি, ডিটিএনটি বিভাগের আবদুল্লা আল নোমান ও টিসিটি বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বক্তব্য রাখেন। 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট'র সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে মেধাভিত্তি পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিরা।

Tags :

Share News

Copy Link

Comments *