ফেনীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কম্বল বিতরণ
- Updated Dec 25 2023
- / 432 Read
সদর প্রতিনিধি:
ফেনীতে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালন করে যাচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। চলতি মৌসূমে ফেনীর বিভিন্ন স্থানে ৮ শতাধিক ব্যক্তির হাতে তুলে দেয়া হচ্ছে শীত নিবারনের জন্য কম্বল। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার ও সন্ধ্যায় বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দক্ষিণ ভোরবাজার বায়তুল আমান জামে মসজিদের সামনে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফেনী শাখা ব্যবস্থাপক ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. শরীফুল ইসলাম। এসময় ভোরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন শহীদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফেনী শাখা ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের ব্যাংক দেশে শুধু আর্থিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। আর্তমানবতার সেবায় সব সময় ব্যাংকটি নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ফেনী শাখার আওতায় চলতি শীত মৌসূমে ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় ৮শ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত