কালিদহে আ'লীগের কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত
- Updated Dec 24 2023
- / 573 Read
সদর প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের সমর্থনে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে কালিদহ ইউনিয়ন আওয়ামীলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহিদুল্লাহ খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি জামায়াত নির্বাচনকে বিতর্কিত করার জন্য কেন্দ্রে কেন্দ্র ভোটারদের ভয় ভীতি দেখিয়ে ও ভূল বুঝিয়ে কেন্দ্র বিমুখ করতে চেষ্টা করছে। আপনারা সতর্ক করলে তা কোনোভাবে সম্ভব নয়। প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নিজাম হাজারীর সালাম দিয়ে ভোটাদের কাছে ভোট চাইবেন। নুন্যতম ৮০ ভাগ ভোটারকে কেন্দ্রে উপস্থিত করতে হবে। সে লক্ষ্যে নির্বাচন পর্যন্ত সকলকে সচেষ্ট থেকে কাজ করতে হবে। নিজাম উদ্দিন হাজারী এমিপকে পূণরায় নির্বাচিত না করা পর্যন্ত সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মীর হোসেন দুলাল, আবদুল জলিল আদর, শাহ আলম, শাহ আলম কিরন, দেলোয়ার হোসেন ডালিম, কামাল মোর্শেদ, শাহাদাত হোসেন রিন্টু, হুমায়ুন মজুমদারসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ, আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক,কেন্দ্র কমিটির প্রধান, উপপ্রধান ও ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।