০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনীর সুলতান আহম্মেদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • Updated Dec 24 2023
  • / 513 Read

 


নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে সুলতান আহম্মেদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিল সাড়ে ৪ হাজার শিক্ষার্থী। শনিবার সকালে ফেনীর ৪টি উপজেলার ৫টি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেয়। 


সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার জানান, ফেনীতে একযোগে সদর উপজেলা, ফুলগাজী উপজেলা, পরশুরাম উপজেলা ও ছাগলনাইয়া উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩২ শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায়  অংশ নেন।

শনিবার সকাল ১০ টায় ফেনী আলীয়া মাদ্রাসা, ধর্মপুর এডুকেশনাল স্টেট, ফুলগাজী বালিকা বিদ্যালয়, ছাগলনাইয়া একাডেমি স্কুল, ছাগলনাইয়া আলীয়া মাদরাসা একযোগে পরীক্ষা শুরু হয়। 
তিনি আরও বলেন, যারা বৃত্তি পাবে তাদের নিয়ে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। বাছাইকৃত শিক্ষার্থীরা ভবিষ্যতে কোন দিকে যেতে চায় সে অনুসারে তাদের গাইডলাইন দেবে সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

 

Tags :

Share News

Copy Link

Comments *