০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র, ১৪৩১
ভোট বর্জনের আহ্বান জানিয়ে  ফেনীতে বিএনপি ও সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ
  • Updated Dec 24 2023
  • / 505 Read


শহর প্রতিনিধি;
চলমান তফসিলে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার বেলা ১২ টার দিকে দলীয় নেতাকর্মীরা ফেনী শহরের ইসলামপুর রোড়স্থ কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে  ফেনীর বড় বাজার হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়। 

এসময় সাধারণ মানুষের প্রতি কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ রাখতে আহ্বান জানান বিএনপি'র নেতাকর্মী। 


কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে দলীয় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

Tags :

Share News

Copy Link

Comments *