০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী ভিক্টোরিয়া হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • Updated Dec 23 2023
  • / 456 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সৃজনশীল মেধার অন্বেষণে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক।


বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী দিলদার হোসেন স্বপন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফেনী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা চৌধুরী শেলি, লায়ন রুহুল আমিন ভূইয়া, জাহানারা বেগম। ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, সহ-সভাপতি মুহাম্মদ ফজলুল হক ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী মোট ৬৮ জনের মাঝে সনদ প্রদান, নগদ অর্থ, প্রাইজবন্ড ও চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক ফেনী জেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষানুরাগী মানুষদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

Tags :

Share News

Copy Link

Comments *