দাগনভূঞায় সামাজিক কর্মকাণ্ডে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
- Updated Dec 20 2023
- / 433 Read
দাগনভূঞা প্রতিনিধি:
‘স্মার্ট যুব সমৃদ্ধ, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেন।
প্রশিক্ষণে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা নিয়ে সচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৩০ জন যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ১০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত