পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করবো - মাসুদ চৌধুরী এমপি
- Updated Dec 20 2023
- / 480 Read
সোনাগাজী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করাসহ সোনাগাজী দাগনভূঞার মাটি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে:জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
মঙ্গলবার বিকালে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় মতিগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য কালে ভোটারদের উদ্যেশ্যে তিনি এই মন্তব্য করেন। একইদিন লে:জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী শত শত কর্মীসহ গাড়ী বহর নিয়ে উপজেলার কুঠিরহাট, তাকিয়া বাজার, কাজীর হাট, বক্তারমুন্সি, মতিগঞ্জ, ওলামাবাজার, সোনাগাজী বাজার, মনগাজী, ভৈরব চৌধুরী বাজার, সোনাপুর ও বাদামতী বাজারে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, ফেনী-৩ আসনে নৌকা মার্কার ১৪ জন মনোনয়ন প্রত্যাশীকে পেছনে পেলে চতুর্থবারের মতো আওয়ামী লীগের টিকিট পেয়েছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বায়রা সভাপতি শিল্পপতি আবুল বাশার। কিন্তু মনোয়ন প্রত্যাহারের শেষ দিন আবারো দ্বিতীয় বারের মত জোটের শরিক জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দেয়ায় নৌকার প্রার্থী আবুল বশর মনোনয়ন প্রত্যাহার করেন। গত এক সপ্তাহ এ আসনটিতে শেষ পর্যন্ত নৌকা না লাঙ্গল, এ নিয়ে স্ব-দলীয় নেতা-কর্মীদের মাঝে সামাজিক যোগাযোগমধ্যেমে ব্যাপক আবেগ অনুভূতির বহিপ্রকাশ ঘটে ছিল। পক্ষে-বিপক্ষে আলোচনা আর উদ্বেগ, উৎকণ্ঠার জানান দিয়ে ছিলেন নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যেমে। যদিও ২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী আবুল বাশার বিএনপির ধানের শীষের প্রার্থীর কাছে ৪০ হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন।
নৌকার প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার হওয়ায় মানোনয় প্রত্যাহারে শেষ দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে এবার লড়াই হবে (প্রার্থীতা প্রত্যাহার না করায়) সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রবাসী আ’লীগ নেতা হাজী রহিম উল্য্যহ আর মাহাজোটের হেভিওয়েট প্রার্থী লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর।
মহাজোটের-জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেয়ায়। আমি আমার নির্বাচনী এলাকা ফেনী-৩, আসনের অসমাপ্ত কাজ (নির্বাচিত হলে) শেষ করতে চাই।