সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থী নিজাম হাজারী এমপির মতবিনিময় '‘উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে’' -নিজাম হাজারী এমপি
- Updated Dec 20 2023
- / 442 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, ফেনীর তিনটি আসনের মধ্যে জোটের রাজনীতির কারণে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য কাজ করতে দলীয়ভাবে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা পাইনি। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের বেস্ট ইন রেস্টুরেন্টে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপিকে মাথামুণ্ডুহীন দল। বিএনপি নির্বাচনকালীন সরকার গঠন করার কথা বলছে। কিন্তু তাদের রাষ্ট্র প্রধান কে হবে সেটাই ঠিক নেই। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের নিয়ে এসেছিল। বাংলার জনগণ তাদের হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপির আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানোর সক্ষমতা নেই। তারা ভাড়াটিয়াদের টাকা দিয়ে অগ্নিসংযোগ করছে। বিএনপি অনেক আগেই দেউলিয়া হয়ে গেছে।
নির্বাচন উৎসবমুখর হবে উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এবার ৭০ শতাংশ ভোটার উপস্থিতি হবে বলে আশাবাদী। আমিসহ ফেনী-২ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ। ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়রম্যান জাফর উদ্দিন প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত