রামপুরে নৌকার প্রচারণায় হামলা
- Updated Dec 20 2023
- / 452 Read
শহর প্রতিনিধি:
ফেনীতে নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপির প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ৭ জন নৌকার সমর্থক আহত হয়েছেন বলেন আওয়ামীলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আওয়ামীলীগ এ ঘটনার জন্য বিএনপির কর্মীদের দায়ী করলেও বিএনপি নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছেন।
১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাজন জানান, ফেনী পৌর আওয়ামীলীগের নির্দেশনায় মঙ্গলবার বিকালে ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকার সমর্থনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি রামপুর সওদাগর বাড়ির সামনে এলে বিএনপি নেতাকর্মীরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মিছিলে থাকা নেতাকর্মী ও নৌকা সমর্থকরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। এঘটনায় আমাদের ৭ নেতাকর্মী আহত হয়।
এদিকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তারা (আওয়ামীলীগ) মিছিল থেকে স্থানীয়দের উদ্দেশ্য করে গালিগালাজ করায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি। অযথা বিষয়টিতে বিএনপি নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। এ ঘটনায় বিএনপি অথবা এর অঙ্গসহযোগী সংগঠনের কেউ জড়িত রয়েছে এমন তথ্য আমার কাছে নেই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, ফেনী শহরের রামপুরে হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় গোলাপ নবীর ছেলে কাউসার আহমেদ অপু (১৭) ও ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে রাব্বি হাসান (১৮) চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত