দ্বাদশ সংসদ নির্বাচন ফেনীতে প্রতীক পেয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা
- Updated Dec 19 2023
- / 432 Read
শহর প্রতিনিধি;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে ফেনীর ২১ প্রার্থী নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে প্রতীক বরাদ্দের পর দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফেনীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারণায় জেলার প্রত্যন্ত অঞ্চলের নিরবতা ভেঙ্গেছে। তবে প্রতীক পাওয়ার পরও অনেক প্রার্থী প্রথম দিনের প্রচারণায় দেখা যায়নি। জেলাজুড়ে মাইকিং, ব্যানার ও পোস্টার সাটানোর কাজে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীর কর্মী ও সমর্থকরা। প্রতীক পাওয়ার পর সার্বিক অবস্থা সন্তোষজনক জানিয়ে প্রার্থীরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। জারীর নির্বাচনী পোস্টার শোভা পাচ্ছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। নির্বাচনী গান ও মাইকিংয়ের শব্দে সরব হয়ে উঠেছে নির্বাচনী এলাকাগুলো।
ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন প্রতিটি ঘরে ঘরে বিস্তৃত। তাই যে কোন নির্বাচনে জয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তাই আমরা জয়ের ব্যাপারে অবশ্যই অবশ্যই আশাবাদী।
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফেনীর জনগণ আবারো বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে আমি আশা করি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিন আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্গন না করার আহ্বান জানান।
জানা যায়, কুয়েতের আমীরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাস্ট্রীয় শোক পালন করায় ফেনী-২ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে আনন্দ মিছিল করার কথা থাকলেও সম্মান দেখিয়ে তা করা হয়নি।
অন্য দিকে ফেনী-১ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম’র পক্ষে তার নির্বাচনী এলাকার আনন্দ মিছিল করার খবর পাওয়া যায়। ছাগলনাইয়া শহরে আনন্দ মিছিল শেষে পথ সভায় আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার সোহেল চৌধুরি, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা।
ফেনী-২ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পক্ষে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে ইতিমধ্যে প্রচার প্রচারনায় নেমে পড়েছে নেতাকর্মীরা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত