০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ছাগলনাইয়ায় নির্বাচনী পথসভায় আলাউদ্দিন নাসিম 'রেকর্ড পরিমাণ উন্নয়ন করবো'
  • Updated Dec 19 2023
  • / 634 Read



ছাগলনাইয়া প্রতিনিধি: 
নৌকায় ভোট দিন, ফেনী-১ আসনে রেকর্ড পরিমাণ উন্নয়ন করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সোমবার প্রতীক পেয়ে ছাগলনাইয়ায় মিছিল, গণসংযোগ ও পথসভায় বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 


এ সময় তিনি আরো বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে পাঠিয়েছেন। এখন আপনারা যদি সর্বচ্চো উপস্থিত থেকে  বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে দেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার মুখ উজ্জ্বল হবে। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমি যখন এমপি ছিলাম না, তখনও আমি বিভিন্নভাবে ফেনীর উন্নয়নে অবদান রেখেছি। এ পর্যন্ত যত এম.পি এই আসনে ছিল, সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে উন্নয়ন করেছে। আমি কথা দিচ্ছি ফেনী-১ আসনের আগের সকল উন্নয়নের রেকর্ড আমি ভেঙ্গে দিবো ইনশাআল্লাহ। 
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গতকাল ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। নৌকা প্রতীক পেয়েই ফেনী-১ (২৬৫) (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) এর ছাগলনাইয়ায় পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। 
এ সময় ছাগলনাইয়া উপজেলার আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকের নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল, পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, ফেনী জেলা আ’লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন প্রমুখ।

Tags :

Share News

Copy Link

Comments *