২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
দাগনভূঞায় সবজি চাষের প্রশিক্ষণ
  • Updated Dec 19 2023
  • / 435 Read

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে । 
সোমবার (১৮ডিসেম্বর) বিকেলে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীপুর গ্রামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা। 


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা পুলক দাস। 


যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, প্রশিক্ষনে শাক সবজি উৎপাদনের কলা-কৌশল, বিষমুক্ত নিরাপদ সবজি চাষে রোগ-পোকা দমনে করনীয়, সবজি সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।

 

Tags :

Share News

Copy Link

Comments *