ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার’র শীত বস্ত্র বিতরণ
- Updated Dec 18 2023
- / 465 Read
নিজস্ব প্রতিনিধি;
ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের উদ্যোগে কোস্টাল ক্যারিয়ার্স লিমিটেডের সহযোগিতায় বিলোনিয়ায় রোববার অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফেনী জেলার ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা বিলোনিয়ায় অবস্থিত ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে প্রধান অতিথি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেলের হাত দিয়ে বিকেলে কম্বলগুলো বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস। কম্বল পেয়ে শাপুরিয়া রঞ্জিত নাথ বলেন, ‘এই শীতেও কম্বল হাই আন্ডা অনেক খুশি হইছি। হতি বছর এই পাঠাগার ইয়ানতুন গরীব মানুষগোরে সহায়তা করে বলে ভালা লাগে।’
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বিজয় দিবস উদযাপন : পাঠাগারভিত্তিক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সমাজের নানা সমস্যা আর সাধারণ মানুষের পাশে থাকতে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত হয়। গত শুক্রবার ১৫ ডিসেম্বর ৬ বছরে পা রাখে এই পাঠাগার। এ উপলক্ষে আলোচনাসভা ও রাতে কেক কাটার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাসেল চৌধুরী রাকিব, পরশুরাম পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান লিটন, ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের সভাপতি আলমগীর মাসুদ, সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র দাসসহ সকল সদস্য।
ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার আয়োজিত মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সকালে বিলোনিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাঠাগারের সদস্যরা। গত শনিবার বিকেলে পাঠাগার প্রাঙ্গণে কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনসহ মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন, আব্দুল কালাম, সজল মহাজন, ফাহিমা আক্তার সেতু ও মুনতাসির রহমান। আলোচনা করেন, পরশুরাম পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী শাহ আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমগীর মাসুদ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত