বিজয় দিবসে ফেনীতে আ.লীগের আলোচনা সভা
- Updated Dec 18 2023
- / 424 Read
স্টাফ রিপোর্টার;
মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর সকালে এ উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের পুরাতন কারাগার সংলগ্নে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের নতুন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকোট হাফেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের, সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফেনী সদর আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে হবে। পশ্চিমারা তাকিয়ে আছেন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কেমন হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের উপস্থিতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন উপহার দিবো।
তাই আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপিকে বিপুল ভোটে জয় করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা অধিষ্ঠিত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
বক্তারা আরও বলেন ৭৫ এ দিনে বঙ্গবন্ধুকে হারিয়েছি। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ধারাবাহিক ভাবে নেতৃত্ব দিচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজকে দেশকে সমৃদ্ধ করার জন্য দিনরাত নিরলস ভাবে কাজ যাচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত