নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রার্থীতা প্রত্যাহার করলেন জাসদ নেত্রী শিরীন ও নৌকা প্রার্থী বাশার
- Updated Dec 18 2023
- / 432 Read
নিজস্ব প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ ফেনী-১ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও ফেনী-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী আওয়ামীলীগ নেতা আবুল বাশার। গতকাল রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলে বর্ণিত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত আলোচিত এ দুই প্রার্থী ছাড়াও ফেনীতে আরো ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল রবিবার বিকাল ৪টা পর্যন্ত ফেনীর সংসদীয় ৩টি আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তারা হচ্ছেন, ফেনী-১ আসনে জাকের পার্টির প্রার্থী রহিম উল্যাহ ভূঁইয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনে জাকের পার্টির নজরুল ইসলাম, ফেনী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল বাশার, জাকের পার্টির প্রার্থী আবুল হোসেন।
আজ প্রতীক পাবেন ফেনীর ২১ প্রার্থী
নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনের ২১ প্রার্থীর মাঝে আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। তন্মধ্যে ফেনী-১ আসনে ৬, ফেনী-২ আসনে ৮ ও ফেনী-৩ আসনে ৭ জন প্রার্থী রয়েছে। সোমবার সকাল ১০টায় ফেনী-১ আসন, ১১ টায় ফেনী-২ আসন ও ১২ টায় ফেনী-৩ আসনের বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্ধারিত সময়ে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী অথবা উপর্যুক্ত ব্যক্তিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বৈধ ৬ প্রার্থী হলেন- আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাহবুব মোরশেদ মজুমদার, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, তৃণমূল বিএনপির মো. শাহজাহান (শাজু) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন চৌধুরী।
ফেনী-২ আসনে নির্বাচনী প্রতীক পাবেন ৮ প্রার্থী। তারা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, তৃণমূল বিএনপির আ.ই.ম আমজাদ হোসেন ভূঁঞা, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নূরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঁঞা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম।
ফেনী-৩ আসনে নির্বাচনী প্রতীক পাবেন ৭ প্রার্থী। তারা হলেন, জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, তৃনমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান, বাংলাদেশ সুপ্রীম পার্টির তবারক হোসেন, ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দীন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির ও স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত