০৩ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
বিজয় দিবসে ফেনী রোটার‍্যাক্টের আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্মবোধ গানের প্রতিযোগিতা
  • Updated Dec 17 2023
  • / 648 Read

 
শহর প্রতিনিধি:
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর যুব সংগঠন রোটার‍্যাক্ট ফেনী এরিয়ার আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
পাঁচগাছিয়া বাজার বাসুমিয়ার গেইট সংলগ্ন রোটার‍্যাক্ট ফ্রাইডে স্কুলে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি ওসমান গণি রাসেল,ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি সুজন মাহমুদ, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ কাজী শেখ ফরিদ, জোনাল রিপ্রেজেনটেটিভ সাজ্জাদ হোসেন শুভ, জিয়া উদ্দীন বাবলু।

 
 উক্ত প্রতিযোগিতায় পাঁচগাছিয়ার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ী ১০ জন সহ অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র সহ পুরষ্কার দেওয়া হয়।
 

 
 এতে আরা উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি সালাউদ্দীন, ফেনী অপূর্ব এর সভাপতি মিশু, ফেনী কলেজের সভাপতি আব্দুল কাইয়ুম, ফেনী অপরূপার সভাপতি হৃদয় সাহা, ফেনী সিটির সভাপতি পাভেল, ফেনী মুহুরীর সভাপতি অনিক মজুমদার, ফেনী রাইজিং সানের সভাপতি এ্যাড.মোহাম্মদ শারিদ, ফেনীর সভাপতি ফজলুল করিম সহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *