কারো প্রচার-প্রচারণায় বাধা নয় -নিজাম হাজারী এমপি
- Updated Dec 13 2023
- / 465 Read
স্টাফ রিপোর্টার;
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, আগামী ২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আমিসহ ৯ জন প্রার্থী অংশগ্রহন করছে। যারা প্রার্থী হয়ে নির্বাচন করছে, তাদের কোন প্রচার-প্রচারণায় বাধা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্রে উপস্থিত করার জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করতে হবে। একটি উৎসব মুখর নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ ভোট উৎসব পালন করবে। দেশিও ও আন্তার্জাতিক ষড়যন্ত্রের পরও দ্বাদশ সংসদ নিবার্চনে বিএনপিসহ দু একটি রাজনৈতিক দল ছাড়া ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। কে নির্বাচনে এলো কে এলো না তা আমাদের আমাদের মাথায় রাখার দরকার নেই।
গতকাল ফেনী পৌরসভা লিবার্টি মার্কেটে দলীয় অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট পিপি হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার'র সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী জেলা মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, দাগনভূঞা উপজেলার পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম মজুমদার প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজান সাজু, সদস্য শুকদেব নাথ তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনিসহ জেলা আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত