সংবাদ শিরোনাম:
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল হস্তান্তর
- Updated Dec 13 2023
- / 532 Read
ফেনীর একমাত্র ইংলিশ র্ভাসন স্কুল স্টার লাইন গ্রুপ পরিচালিত স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল হস্তান্তর করা হয়েছে।
স্কুলের সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস পপি ফলাফলের তালিকা স্কুলের সভাপতি জাফর উদ্দিনের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, ফেনী ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল আবদুল হালিম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
Tags :
Feni