০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে অনুমোদন ছাড়া খাদ্য তৈরী তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
  • Updated Dec 13 2023
  • / 463 Read

 

নিজস্ব প্রতিনিধি; 
ফেনীতে সনদ বিহীনভাবে খাবার তৈরী ও পরিবেশনের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ফেনী শহরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 


বিএসটিআই সূত্র জানায়, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় হ্যাভেন বেকার্স, জয়গুরু দধি ভান্ডার ও তার্কিশ বেকার্স এন্ড জুসবার নামে প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠান ৩ টিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম) আরিফ উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)। এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Tags :

Share News

Copy Link

Comments *