২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে ভিটামিন ‘এ’ পেলো ৪৩ হাজার শিশু
  • Updated Dec 13 2023
  • / 442 Read

 


সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে "জাতীয় ভিটামিন-এ" প্লাস ক্যাম্পেইনে একদিনে প্রায় ৪৩ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল।  


সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগ থেকে পাওয়া তথ্য মতে উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬-১১মাস বয়সী ৫হাজার ২শত ১৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯মাস বয়সী ৩৭হাজার ৮শত৫৪জন শিশু কে লাল রঙের ভিটামিন-এ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হয়।  


মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ক্যাম্পেইন উদ্বোধন করেন নির্বাহী অফিসার কামরুল হাসান ও মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশের তত্বাবধায়নে এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও ইপিআই বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *