০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে ভ্যাট সাপ্তাহ দিবস পালিত মূসক সম্মাননা পেলেন স্টার লাইনসহ ৯ প্রতিষ্ঠান
  • Updated Dec 12 2023
  • / 474 Read

 

নিজস্ব প্রতিনিধি;
'আমার ভ্যাট আমি দিবো, কেনার সময় চালান নিব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফেনীতে ভ্যাট সপ্তাহ দিবস পালিত হয়েছে।  
সোমবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ বেস্ট ইন হোটেল কনফারেন্স হলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুমিল্লা জোনের কমিশনার কাজী তৌহিদা আখতার।


কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মোঃ কেফায়েত উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল মান্নান সরকার, অতিরিক্ত কমিশনার মোঃ নাহিদ নওশাদ মুকুল ও ফেনী  চেম্বার অব কমার্সের সভাপতি আয়নুল কবির শামীম, সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন । 
স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী (সদর সার্কে) জুনায়েদ ইকবাল ও সহকারী রাজস্ব কর্মকর্তা (সোনাগাজী সার্কেল) ইরফান চৌধুরী। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর সহকারী রাজস্ব কর্মকর্তা তানিয়া জাহান জিনু ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ছাগলনাইয়া সার্কেল) জাকারিয়ার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাজুস ফেনী জেলা সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী জেলা ব্রিকস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুল হক মজুমদার ব্যবসায়ী ও সাংবাদিক বখতিয়ার ইসলাম মুন্না প্রমূখ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক নুর আজম, মো: গোলাম ফারুক বাচ্চুসহ জেলা উপজেলার রাজস্ব কর্মকর্তা ও করদাতাগণ।
চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাফর উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিতা রক্ষায় একজন রিকশা চালক ও ভ্যাট প্রদান করছে। এ দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি এসব পরিবর্তনের কারিগর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, বর্তমান ফেনী জেলায় ভালো একজন ভ্যাট কর্মকর্তা পেয়েছি। সেক্ষেত্রে আমরা সকল ব্যবসায়ীদের উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। তিনি একজন বিনয় মানুষ। 
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহজান মিঞা। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ মূসক সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। 
ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে যারা বিশেষ  মূসক সম্মাননা পুরস্কৃত হলেন, স্টার লাইন ফুড প্রোডাক্টস, এস এন্ড বি নাইস ফুডস ভ্যালি লিমিটেড, মেগা লুব্রিকন্টস বাংলাদেশ লি: ভূইঁয়া কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, এইচ রহমান এলপিজি গ্যাস, হাজী নজির আহম্মদ এলপিজি গ্যাস, নবী রেস্টুরেন্টে এন্ড বিরানি হাউজ, মৌবন সুইটস এন্ড রেস্টুরেন্টে ও নুহা এন্ড ব্রাদার্স।

Tags :

Share News

Copy Link

Comments *