ছাগলনাইয়ায় স্বপন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
- Updated Dec 12 2023
- / 479 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়ন উত্তর মন্দিয়া এলাকার বাসিন্দা অটো চালক মো. শাহীন প্রকাশ স্বপন’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ নং ওয়ার্ড উত্তর মন্দিয়া সর্বস্তরে জনগনের আয়োজনে সোমবার বিকাল ৩ টায় হাজারী পুকুর নামক স্থানে এ মানববন্ধনটির আয়োজন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে ও আইন বিভাগের শিক্ষার্থী এমদাদুল হক ও মেহেদী হাসান ইমনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর মন্দিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম, মানবাধিকার কর্মী ওয়াজি উল্যাহ বশর, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন গেরিলা, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী আবদুল মান্নান, নিজাম উদ্দিন প্রমুখ।
গরীব অটো চালক স্বপনের হত্যাকারিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা ও ভবিষ্যতে যেন গরীব অটো চালক সহ সাধারণ মানুষের জীবন যাত্রার মান নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য যেঃ গত ২৫ নভেম্বর রাত ৮ টা হাজারী পুকুর হতে যাত্রী নিয়ে ফাজিলপুর ইউনিয়নের পুর্ব শিবপুর ঈদগাহ্ ময়দান ও স'মিলের সামনে গিয়ে পৌঁছালে ছিনতাইকারীদের চুরিকাঘাত করে অটোরিকশা চিন্তায় এর উদ্দেশ্যে রাস্তায় ফেলে দে। স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফেনী হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যুবরন করে। নিহত স্বপনের স্ত্রী ফেনী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ক্যাপশন: ছবি ৫০/ ৩কলাম
গতকাল ফেনী সরকারী নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিভিল সার্জন সিহাব উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত