২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী সদর’র ইউএনওর বিদায় সংবর্ধনা
  • Updated Dec 12 2023
  • / 439 Read

 

সদর প্রতিনিধি;
ফেনী সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 


উপজেলা চেয়ারম্যান শুসেন শীল বলেন, ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারী নিজ উপজেলা হিসেবে কাজ করেছেন। কোনভাবে তাঁর সাথে আমার কখনো মতের অমিল হলেও পরে আবার আমাদের দুজনের সিদ্ধান্ত এক জায়গায় এসে মিলতো। আমাদের বোঝাপড়া ছিল অসাধারণ। 
তিনি বলেন, আনোয়ার হোসাইন পাটোয়ারীর মতো এমন ভালো মানুষ যত বেশি থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে।
আমরা একটি ভালো অফিসারের বিদায় দিচ্ছি। আশা করি তাঁর কর্মজীবনে প্রথম ভালো লাগা থাকবে ফেনী সদর উপজেলা। 
ইউএনও মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ফেনী আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। ফেনী সদরে কাজ করার অনেক সুযোগ ছিল। অন্য উপজেলা থেকে এখানে বরাদ্দ বেশি। আমাদের পাওয়ার, কাজের সুযোগ যেটি আমাদের রয়েছে সেটিকে ভালো কাজে ব্যবহার করতে হবে। দেশের টেকসই উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা যে ভালো কাজটি করবো সেটি প্রজন্মে প্রজন্মে থেকে যাবো।  


বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষনে ফেনীর কথা মনে পড়বে। 'যেখানেই থাকি ফেনী সদরের কথা কখনো ভুলতে পারবো না'।
উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, কৃষি অফিসার শারমীন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসিম।
প্রত্যেকে ইউএনও ও তাঁর পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাঁকে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *