ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি
- Updated Dec 11 2023
- / 457 Read
নিজস্ব প্রতিনিধি;
কারসাজি করে বৃদ্ধি করা পেঁয়াজের দাম বাজারে হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ২২০ থেকে কমে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে পৌর শহরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী স্থানীয় বাজারে সংকট দেখাচ্ছেন। খবর পেয়ে শহরে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল তা ১০০ টাকায় বিক্রি শুরু করেন দোকানদাররা। এসময় কম দামে পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত