০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
মানবাধিকার দিবসে ফেনী জেলা বিএনপির মানববন্ধন
  • Updated Dec 11 2023
  • / 440 Read

 

শহর প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার সকালে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে জেলা বিএনপির উদ্যোগে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতা সাইফুর রহমান রতন, এড. পার্থ পাল চৌধুরী, এড. নুরুল ইসলাম, এড. শাহাব উদ্দিন আহমেদ, কামরুল হাসান মাসুদ, শামসুদ্দিন খোকন, জেলা যুবদল নেতা ভিপি বেলাল, কায়সার এলিন, জেলা ছাত্রদল নেতা সালাহ উদ্দিন মামুন, মোরশেদুল আলম মিলন, জেলা মহিলা দলের নেতা জান্নাতুল ফেরদৌস মিতা, জয়নব বানু ও ছাগলনাইয়া উপজেলা মহিলা নেত্রী শাহনাজ আকবরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন এ সরকার আমাদের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দকে গায়েবী মামলার মাধ্যমে কারাগারে আটকে রেখেছে। এমনকি হত্যা মামলা গুম খুনের মাধ্যমে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এমনকি এক চেটিয়া নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসার পায়তারা করছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সরকারকে হুশিয়ার করে দিতে চাই আপনার অসৎ উদ্দেশ্য চরিতার্থ হতে দিবো না। এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করেই আমরা ঘরে ফিরে যাবো।

Tags :

Share News

Copy Link

Comments *