ফেনীতে মানবাধিকার দিবস পালিত
- Updated Dec 11 2023
- / 434 Read
শহর প্রতিনিধি;
‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পর্যায়ে কিছু ব্যক্তি মানবাধিকার নাম ভাঙ্গিয়ে চষে বেড়ায়। তাদের হাতে অসংখ্য অসহায় মানুষ প্রতারিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। এর পাশাপাশি ফেনী জেলায় কোন ভাবে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মানবাধিকার লঙ্ঘনকারিদের কোন ভাবে ছাড় দেয়া হবেনা। সে যে হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিটি উপজেলায় গঠিত মানবাধিকার কমিশন কমিটিকে কার্যকর করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনীর ৪ বিজিবি অধিনায়ক রকিবুল হাসান, সিভিল সার্জন ডা: সিহাব উদ্দিন, ফেনী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, মানব কল্যান সোসাইটি ফেনী জেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহার প্রমূখ। শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত