ফেনীতে বেগম রোকেয়া দিবস পালিত
- Updated Dec 10 2023
- / 609 Read
শহর প্রতিনিধি;
ফেনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার মুক্তা গোস্বামীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট শফিকুর রিদওয়ান শাকিল। বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়।
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন, সামাজিক উন্নয়ন অবদান রাখায় ফেনী ইউনিভার্সিটির অফিসার ছালেহা বেগম (রীপা), অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করে আত্মনির্ভরশীল হওয়া জোহরা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদান রাখায় সাহেদা খাতুন চৌধুরী, সফল জননী হোসনে আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাসরিন সুলতানাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত