ফেনীতে গরুর মাংসের দাম কমাতে কমিটি গঠন
- Updated Dec 09 2023
- / 465 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনী শহরের বাজার সমূহে গরুর মাংসের দাম কমাতে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সভায় আরো বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের খুচরা বিক্রেতা সবুজ ও মহিপাল কাঁচা বাজারের খুচরা বিক্রেতা নুর হোসেন প্রমুখ।
গরুর মাংসের দাম কমাতে গঠিত ৮ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের খুচরা বিক্রেতা সবুজ।
বিক্রেতাদের দাবী, তারা লোকসানে রয়েছেন। প্রতি গরুতে কমপক্ষে ১ হাজার ১শ থেকে ১ হাজার ৩শ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এছাড়া খাদ্যের দাম ও পরিবহন ভাড়াও বেড়ে যাওয়ায় দাম কমানো যাচ্ছে না।
তবে অপরাপর বক্তাদের দাবী, দীর্ঘদিন ধরে গড়ে উঠা সিন্ডিকেটের কব্জায় ফেনীর মাংস বাজার। মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্নে এখানে খুচরা বিক্রেতারা পিষ্ট হচ্ছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, যথার্থতা যাচাই করে ন্যায্যমূল্য নির্ধারণে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত কমিটির প্রতিবেদন জমার পর আগামী সোমবার পুনরায় বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, কয়েক মাস আগে ফেনী পৌরসভা গরুর মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিল হাড়সহ ৭৫০ টাকা ও হাড় ছাড়া ৮৫০ টাকা। বর্তমানের ঢাকাসহ বিভিন্ন জায়গায় গরুর মাংসের দাম কমায় মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনার এ উদ্যোগ নেয়া হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত