০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনীতে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন
  • Updated Dec 09 2023
  • / 504 Read


নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের আওতায় নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্প পরিচালক দিলীপ সরকার।


দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজনের ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। কর্মশালায় ফেনী ও নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় দিলীপ সরকার বলেন, এ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে- পুরো নির্বাচনী প্রক্রিয়ার উপর নজর রাখা। সহিংসতার তথ্য সহ পুরো নির্বাচনী প্রক্রিয়ার তথ্যয়ন করা। নির্বাচনী সহিংসতার স্বরূপ ও কারণ অনুসন্ধান করা। ভবিষ্যতে নির্বাচনী সহিংসতা রোধে নীতি নির্ধারকদের কাছে সুপারিশ উপস্থাপন।

নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ পরিশুদ্ধ করতে নীতি নির্ধারকদের কাছে সুপারিশ উপস্থাপন। 

 

Tags :

Share News

Copy Link

Comments *