সোনাগাজীতে আনসার ভিডিপি'র উদ্বুদ্ধকরণ সভা
- Updated Dec 09 2023
- / 434 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে প্রতি ইঞ্চি অনাবাদি জমি উৎপাদনমূখী করা এবং জঙ্গীবাদ মাদক ও ডেঙ্গু প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরু হওয়ার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদের যাচাই বাচাই কার্য্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নোতিপ্রাপ্ত পরিচালক মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি সমৃদ্ধ এ দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে উৎপাদনমুখী করতে এবং ডেঙ্গু মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে তৃণমূলে দায়িত্বপালন করছে আনসার ভিডিপি সদস্যরা। এছাড়া গণমানুষের জান মাল রক্ষায়, ঈদ ও পূঁজার আনন্দ নির্বিঘ্ন করতে এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনের নিরাপত্তা রক্ষার মত গুরু দায়িত্ব পালনেও আনসার ভিডিপি সদস্যরা সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে।
যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রশিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় উদ্বুদ্ধকরণ সভায় বাহিনীর পিসি, এপিসি, উপজেলা ও ইউনিয়ন কমান্ডারগণসহ সাধারণ আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত