২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
  • Updated Dec 06 2023
  • / 438 Read


নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ ইউনিটির প্রাঙ্গনে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম. শাহজাহান সাজু। 


ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, সাবেক সভাপতি ও দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরএম আরিফুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শাহজালাল ভূঁঞা, ফেনী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এম এমরান পাটোয়ারী প্রমুখ। 
এর আগে কেক কেটে ও বেলুন উড়িয়ে আলোচনা সভা শুরু করা হয়। পরে এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে ফেনী শহরের ট্রাংক রোড, জিরোপয়েন্ট, প্রেসক্লাব প্রদক্ষিণ করে। 


এসব কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৪ সালের নির্বাচন কমিশন ও ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, ইউনিটির সহ-সাধারণ সম্পাদক ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, বাংলা নিউজ স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, কবি উত্তম দেবনাথ, বকুল আক্তার দরিয়া, সাবিহ মাহমুদ, কোষাধ্যক্ষ ও মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়, প্রচার সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, ইনকিলাব প্রতিনিধি মো: ওমর ফারুক, সাপ্তাহিক ফেনীর গৌরব নির্বাহী সম্পাদক মিজানুর রহমান দপ্তর সম্পাদক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, দিপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি ছমির উদ্দিন ভূঞা, ক্রীড়া সম্পাদক ও দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, দৈনিক আমার কাগজ প্রতিনিধি আলাউদ্দিন, দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার মোহাম্মদ শেখ কামাল, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন, কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, সমকাল ফুলগাজী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক নয়াদিগন্ত সোনাগাজী প্রতিনিধি সাইফুল আলম হিরণ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিব, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাসির, দৈনিক ফেনীর সময় ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ, ফেনীর সময় নিজস্ব প্রতিবেদক ইলিয়াস সুমন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক নীহারিকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক ফেনীর স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী, ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, বাংলা ভিশনের চিত্র সাংবাদিক মেরাজুল ইসলাম মামুন, গ্লোবাল টেলিভিশন চিত্র সাংবাদিক এনামুল হক বাদশা ও সাংস্কৃতিক কর্মী হুমায়ূন মজুমদার প্রমুখ।

Tags :

Share News

Copy Link

Comments *