আজ থেকে শুরু হচ্ছে ২ দিনের অবরোধ অবরোধের সমর্থনে ফেনীতে পৃথক মশাল মিছিল
- Updated Dec 06 2023
- / 442 Read
শহর প্রতিনিধি:
সরকারের পদত্যাগের দাবীতে আগামী ৬ ও ৭ ডিসেম্বর বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ফেনীতে পৃথক ৩টি স্থানে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ছালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা থেকে একটি মশাল মিছিল বের হয়ে কালিপাল গিয়ে শেষ হয়। মিছিলে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্বাস পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সৈকত আলী জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম পৌর ছাত্রদল এর আহবায়ক পাভেল, সোনাগাজী উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব সোহাগ প্রমূখ অংশ নেয়।
এদিকে ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইবু পাটোয়ারীর নেতৃত্বে শহরের দাউদপুর এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি সেন্ট্রাল স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়াও রাতে ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়।
এসব মিছিলে দলীয় নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান ও অবরোধের সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তবে এসব মিছিল থেকে কোন প্রকারের গাড়ি ভাংচুরের খবর পাওয়া যায়নি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত