২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে হজ্ব ও ওমরা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
  • Updated Dec 05 2023
  • / 436 Read


সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে আল-উলামা হজ্ব এন্ড ওমরা কাফেলার আয়োজনে হজ্ব ও উমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সন্ধ্যায় হারবি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার নায়েবে মোহতামিম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবু নাছের।


প্রশিক্ষণ কর্মশালায় আল-উলামা হজ্ব এন্ড ওমরা কাফেলার ব্যাবস্থাপনা পরিচালক মুফতি আব্দুর রহমান ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হিজবুল্লাহ,  মাওলানা রহমত উল্লাহ, মানাম গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আয়মান,  মাওলানা নিজামুদ্দীন, আব্দুল মোমিন সহ হজ্ব যাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 


আয়োজকরা জানান, আল-উলামা হজ্ব এন্ড ওমরা কাফেলার তত্ত্বাবধানে উমরাহ কাফেলা আগামী ১০ শে ডিসেম্বর রবিবার সৌদিআরবের উদ্দেশ্যে ১৬জন উমরাহ যাত্রী সহ দেশ ত্যাগ করবে এবং আগামী ২৩শে ডিসেম্বর পুনরায় উমরাহ পালন শেষে দেশে ফিরে আসবেন। 
এসময় অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা হজ্ব যাত্রীদের হজ্বের সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *