নানা আয়োজনে দৈনিক ফেনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Updated Dec 04 2023
- / 459 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, কেক কাটা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে দৈনিক ফেনীর ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে শহরের মডেল থানার বিপরীতে পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে দিনের শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পরিচ্ছন্ন ফেনী গড়ার অঙ্গীকার নিয়ে শহরের বিভিন্ন স্থানে সচেতনামূলক প্রচারপত্র বিতরণ করেন অতিথিরা।
বিকেল ৪ টার দিকে ফেনীর একটি রেস্টুরেন্টে, ‘শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা ইংরেজিতে পিছিয়ে এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনায় অংশ নেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, এডভোকেট শাহজাহান সাজু, সময় টেলিভিশনের ব্যুরো চিফ বখতেয়ার মুন্নাসহ জেলার প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনরা।
দিনব্যাপী এসব কর্মসূচীতে গণমাধ্যম কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, চ্যানেল আই জেলা প্রতিনিধি রবিউল হক রবি ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন প্রমূখ।
এছাড়াও কর্মসূচীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব ফেনীর সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, পৌর কাউন্সিলর এম সাইফ উদ্দিন রুপম, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, ক্রীড়া সংগঠক ইমন উল হক, তৌহিদুল ইসলাম তুহিন, জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক জোবায়ের মুন্না, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন, জেলা প্রাইভেট হিফজ মাদ্রাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইউনুস ইদ্রিস, জেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত