ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও মশারী বিতরণ
- Updated Dec 04 2023
- / 475 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও মশারী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তালিকাভুক্ত প্রতিবন্ধীদের হাতে এসব সহায়তা তুলে দেয়া হয়। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। শহর সমাজসেবা কর্মকর্তা শাহ কায়সার মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. শহীদ উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, কাজী লেদার এন্ড প্রোডাক্ট এর স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন, রেনেঁসা বাংলাদেশ এর প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের অবিচ্ছেদ্য একটি অংশ। বর্তমান সরকার প্রতিবন্ধীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে নানামুখী কর্মসূচি চালু রেখেছে।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী জামাল উদ্দিন বলেন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার বিকাশ করে সম্পদে রূপান্তরিত করতে ফেনীতে কাজ করে যাচ্ছে কাজী লেদার এন্ড প্রোডাক্ট। আমাদের এ প্রতিষ্ঠানে কাজ শিখে অনেক প্রতিবন্ধী নানা প্রকারের পন্য উৎপাদনের সাথে রয়েছে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সমাজ ও দেশের জন্য অর্থনীতিতে ভুমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে ৬ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার ও ৪০ জন প্রতিনিধিকে মশারী তুলে দেন অতিথিরা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত