আন্ত:কলেজ আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা ফেনী জয়নাল হাজারী কলেজের ঈর্ষণীয় সাফল্য
- Updated Dec 04 2023
- / 479 Read
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাস্থ আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফেনীর জয়নাল হাজারী কলেজ ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছে। এ কলেজ থেকে ১১ জনের একটি টিম আঞ্চলিক এ প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর হিসেবে ১৯টি মেডেল ও ২টি রানার্স আপ অর্জন করেছে।
কলেজের শরীর চর্চা শিক্ষক দীপক চন্দ্র নাথ জানান, আন্ত:কলেজ আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে ২৩টি কলেজ অংশ নেয়। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে শনিবার দিনব্যাপী ১৬টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, প্রতিযোগিতায় ফেনী জয়নাল হাজারী কলেজ থেকে ৪ জন ছাত্রী ও ৭ জন ছাত্রের একটি দল বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। তন্মধ্যে সম্মিলিত স্কোরে ৩৫ পেয়ে ছাত্রীদের টিম ১টি রানার্স আপ ও ৩৩ পেয়ে ছাত্রদের টিম ১টিতে রানার্স আপ হয়। এছাড়াও ফেনী জয়নাল হাজারী কলেজের ১১ জনের এ টিম সর্বমোট ১৯টি মেডেল অর্জন করে।
ফেনী জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, শিক্ষা-সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতাসহ সকল সূচকে এগিয়ে রাখতে জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থীদের জন্য নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আঞ্চলিক প্রতিযোগিতায় এবার এ কলেজ ১৯টি মেডেল ও ২টি রানার্স আপ অর্জন করেছে। এ অর্জনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীকে অভিনন্দন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত