০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
পাঁচগাছিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি গ্রেপ্তার-৩
  • Updated Dec 04 2023
  • / 476 Read


নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোর রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় যাছাই-বাছাই শেষে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
ফেনী পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, রবিবার ভোর রাতে ফেনীর পাঁচগাছিয়াস্থ আবাবিল কাবাব হাউজের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেইনে করিম বক্স পাটোয়ারী বাড়ির সামনে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে ট্রান্সফরমার চুরি করছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ৩ যুবককে আটক করে পল্লী বিদ্যুৎকে জানায়। পরে পল্লী বিদ্যুতের লোকজন গিয়ে আটককৃতদের মালামালসহ পুলিশে সোপর্দ করে। 


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার কান্দুঘর আজিম উদ্দিন বাড়ির মিন্টু মিয়ার ছেলে মো. সাকিব (১৯), দেবিদ্ধার উপজেলার গাংচর উত্তর পাড়ার শাহ জালালের ছেলে মো. আবদুল কাইয়ুম (১৯) ও ব্রাহ্মনপাড়ার গোপালনগর গ্রামের জাকির হোসেনের ছেলে খোকন মিয়া (১৭)।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. আনিছুর রহমান খন্দকার বলেন, ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটককৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে আমি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছি। 


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পল্লী বিদ্যুতের চোরাইকৃত একটি ট্রান্সফরমারসহ আটককৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *