সোনাগাজীতে কৃষক হত্যা মামলা প্রধান আসামীসহ গ্রেফতার-২
- Updated Sep 13 2023
- / 157 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে আমন ধানের চারা রোপন কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোহার সাবলের আঘাতে নিহত কৃষক নুরুল হক লিটন হত্যা মামলার প্রধান আসামীসহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মামলার তদন্তকারি অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান তানিম ও উপপরিদর্শক মাহবুব আলম সরকারের নেতৃদ্বে চট্টগ্রাম জেলার ভুজপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামী আনোয়ার হোসেন চৌধুরী (৩০) এবং ২নং আসামী দেলোয়ার হোসেন (২৮)।
উল্লেখ্য সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের কোম্পানীবাজার এলাকায় ফসলের মাঠে আমন ধানের চারা রোপন কে কেন্দ্র করে কৃষক নুরুল হক লিটন(৫২) কে গত ৩সেপ্টেম্বর তারিখে লোহার সাবল দিয়ে গুরুতর জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় ৯সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বিবি ফাতেমা (৪৫) বাদী হয়ে ঘটনায় জডিত আনোয়ার হোসেন চৌধুরী (৩০) দেলোয়ার হোসেন (২৮) ও বেলায়েত হোসেন (২৬) কে আসামী করে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা রুজু করেছেন। আসামীরা একই এলাকার রুহুল আমিনের পুত্র এবং পরস্পর সহোদর বটে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হামান ইমাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত