ছাগলনাইয়ায় নাসিম চৌধুরী’র গণসংযোগ
- Updated Dec 03 2023
- / 660 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়ার রাধানগরে ফেনী-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গণসংযোগ করছেন। শনিবার দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।
সকাল ৮টায় রাধানগর ইউনিয়নের কালভার্ট এলাকা থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি বাজার, দোকান পাটের দোকানদার-ক্রেতাদের সাথে ও চলাচলের মাঝে দেখা হওয়া সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশার মজুমদার তপন, ফেনী জেলা আ'লীগের সদস্য মোহাম্মদ শেখ আবদুল্লাহ, মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা,
আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাম্পু, পাঠাননগর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী রাশেদুন্নবী রাশেদ, সহ-সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, কাজী আশিকুল ইসলাম, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন রিয়াল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আশিক চৌধুরী সানি প্রমুখসহ রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত