২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে মানবতার ডাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • Updated Dec 02 2023
  • / 432 Read

 

সোনাগাজী প্রতিনিধি;
সোনাগাজীর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবতার ডাক’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের একবেলা আহারসহ শীতবস্ত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য এস্কান্দার রকি, দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি সুলতান আহমদ, প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম সোনাগাজীর সমন্বয়ক আলমগীর হোসেন।


এসময় ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, এমকে ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহীন, মানবতার নীড়ের সভাপতি আরমান আলম রিমন, স্বেচ্ছায় রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি আতিকুল ইসলাম, স্বপ্নচারী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম,স্বপ্নসিড়ি সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাসান সহ মানবতার ডাক’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজিব, সহসভাপতি জাহেদ হোসেন রাজু, সহ সম্পাদক জাহেদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ইমরান সহ  হোসেন, কোষাধ্যক্ষ নোবেল, শুভ, নিশাদ, হাসান, আরমান, নারী সম্পাদক রিদিয়ানা আক্তার রিদিন, সাদিয়া জাহান রৌজান সহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


কূইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাহিরা বিনতে মামুন, দ্বিতীয় আখিঁ আক্তার, ও তৃতীয় ফখরুল ইসলাম সিয়াম। এসময় শতাধিক শিক্ষার্থী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মানবতার ডাক’র সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, আমরা প্রতিষ্ঠাকালীন থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছি। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন পর্যটন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, পথচারীদের মাঝে ইফতার, অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। আগামীতেও আমরা এমন কর্মকান্ড অব্যাহত রাখবো।

Tags :

Share News

Copy Link

Comments *