২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে মাদক বিরোধী জনসচেতনামূলক অনুষ্ঠান
  • Updated Nov 28 2023
  • / 449 Read


শহর প্রতিনিধি:
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 


সহকারি পরিচালক সাইফুদ্দিন আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আহমেদ কবির মজুমদার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ হেলাল উদ্দিন, সহকারি যুব কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, জেলা যুব অফিসের উচ্চমান সহকারী মজিবুল হক, কম্পিউটার প্রশিক্ষক স্বপন চন্দ্র দেবনাথ, ওপেক নির্বাহী পরিচালক আনোয়ারুল আজিম, আরবান ইয়ুথ সোসাইটির সভাপতি লিয়াকত আরমান, সহায় সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, গ্লোবাল ইয়ুথ সোসাইটির সভাপতি এনামুল হক, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম শরীফ ভূঞা, প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম, যুব অংগন সভাপতি জহির উদ্দিন, সুবজ বাংলা সংস্থা নিবাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।  

শেষে উপস্থিত সকল যুব সংগঠন নেতৃবৃন্দ ও প্রশিক্ষনার্থীদের জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।

Tags :

Share News

Copy Link

Comments *