০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র, ১৪৩১
শীতের উৎসবে উচ্ছ্বাসিত ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্ট’র শিক্ষক-শিক্ষার্থীরা
  • Updated Nov 26 2023
  • / 498 Read

শহর প্রতিনিধি;
শীতের উৎসবে উচ্ছ্বাসিত ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীর। শনিবার সকালে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গনে সিএসই ডিপার্টমেন্টের উদ্যোগে তিনদিন ব্যাপী কর্মশালা, প্রোগ্রামিং কনটেস্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।


সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরাত জাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, খেলাধুলা পরমতসহিষ্ণুতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি সবাইকে পরিমিতি খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং এমন উৎসবের আয়োজন করায় সিএসই ডিপার্টমেন্টের ভূয়সী প্রশংসা করেন।


বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন ও অধ্যাপক এবং ফেনী ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানসহ সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tags :

Share News

Copy Link

Comments *