২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে কৃষক -জেলা প্রশাসক
  • Updated Nov 25 2023
  • / 464 Read

 

সোনাগাজী প্রতিনিধি: 
ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিকে স্মার্ট করার মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে কৃষক বলে মন্তব্য করেছেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 
বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের মাধ্যমে রোপা আমনের সমলয়ে চাষাবাদ ও প্রনোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে জেলা প্রশাসক এই মন্তব্য করেন। 


তিনি আরো বলেন, কৃষি খাতকে আধুনিকায়ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। ৭০ ভাগ প্রণোদনা দিয়ে মূল্যবান যন্ত্রপাতি মাত্র ৩০ ভাগ টাকায় কৃষকের হাতে তুলে দিচ্ছে। বীজ সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করে কৃষকদের উৎসাহিত করছে।  
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ একরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।  


অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনীক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান, আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা, সমাজসেবা অফিসার তারেক আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। এসময় শতাধিক কৃষক-কৃষানী, সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *