ফেনী সদর উপজেলা পরিষদের উদ্যোগে ১২ ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
- Updated Sep 12 2023
- / 146 Read
সদর প্রতিনিধি:
ডেঙ্গু রোধে ফেনী সদর উপজেলার আওতাধীন ১২ ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসায় একযোগে সচেতনমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এর আগে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সচেতনতামূলক র্যালীতে অংশ নেন তিনি।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোসনা আরা বেগম জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন-উর-রশিদ এলএলবি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, জেলা পরিষদের সদস্য নুরুল আবছার আপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন ড্রেন, ঝোঁপ-ঝাড়, বাসা-বাড়ির আশপাশে ফগার মেশিন দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, ফেনী সদর উপজেলার মাসিক উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলা ও পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে একযোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে মানুষ ডেঙ্গু বিষয়ে সচেতন হবে এবং এ রোগ থেকে নিজেদের রক্ষা করতে করণীয় সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, সদর উপজেলার ১২ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আজ থেকে ৯ দিনব্যাপী মশার ঔষধ ছিটানো হবে।
ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, একযোগে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত