আলোকদিয়ার আবদুল কুদ্দুস আর নেই
- Updated Nov 25 2023
- / 523 Read
স্টার লাইন ডেস্ক:
রূপালী ব্যাংক লিমিটেড'র সাবেক ব্যাংক ম্যানেজার আবদুল কুদ্দুস আর নেই। শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটের সময় তিনি নিজ বাড়ী আলোকদিয়ায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর।
একজন সাদা মনের মানুষ হিসাবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। অত্যন্ত বিনয়ী ও ভদ্র ব্যবহারের জন্য মরহুম আবদুল কুদ্দুস সমাজের মানুষের কাছে শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্রসহ বহু গুণাগ্রহী রেখে যান।
গতকাল এশার নামাজের পর নামাজে যানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ, আলোকদিয়া চৌধুরী বাড়ীর মরহুম আব্দুস সাত্তারের বড় ছেলে ছিলেন তিনি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত