০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনী জেলা জামায়াতের আমীর একেএম সামসুদ্দিন গ্রেপ্তার
  • Updated Nov 22 2023
  • / 518 Read

 

শহর প্রতিনিধি;
জামায়াতে ইসলামের ফেনী জেলা আমীর একেএম সামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ফেনী মডেল থানা হাজতে রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী জানান, ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভে মিছিলে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগ একেএম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়। ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিন এতে নেতৃত্বে দেন। বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। 


ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নান। তিনি বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার একতরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গ্রেফতার করে একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।

Tags :

Share News

Copy Link

Comments *