জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ
- Updated Nov 22 2023
- / 528 Read
শহর প্রতিনিধি;
বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিন নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ফেনী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আনম আব্দুর রহিম, শহর জামায়াত ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখছে। হুশিয়ারি দিয়ে বলেন, সরকারকে এর কঠিন জবাব দেয়া হবে। মিছিলে অর্ধহাজার নেতাকর্মী অংশ নেয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত